ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের স্থিতিশীলতায় ইসলামী রাজনৈতিক শক্তির ঐক্যের আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৭:৩২:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৭:৩২:১৭ অপরাহ্ন
দেশের স্থিতিশীলতায় ইসলামী রাজনৈতিক শক্তির ঐক্যের আহ্বান
বরিশালের চরমোনাই দরবার শরিফে বার্ষিক মাহফিল স্টেজে অনুষ্ঠিত ওলামা ও সুধী সম্মেলনে দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই সম্মেলনে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় একসঙ্গে কাজ করার জন্য দেশের সকল রাজনৈতিক ও ধর্মীয় শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
 
চরমোনাই পীর বলেন, "দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতি মোকাবিলায় ক্ষমতা ও স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।" তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, "আপনাদের মায়ের কোলের মতো নিরাপদ রাখা হয়েছে, কিন্তু কেউ কেউ আপনাদের ব্যবহার করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সতর্ক থাকুন।"
 
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, "রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় সাধন না করলে নতুন করে দেশ গড়ার সুযোগ হাতছাড়া হবে।" খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ বলেন, "ঐক্যের কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আমরা কুরআনি শাসনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।"
 
সম্মেলনে বক্তারা দাবি করেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করা উচিত। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, "দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় মিডিয়া ও তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।"
 
সম্মেলনে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। অতীত অভিজ্ঞতায় জামায়াতের সঙ্গে সরাসরি ঐক্যের সম্ভাবনা কম হলেও নির্বাচনী জোট গঠনের কথা ভাবা হচ্ছে।
 
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা জানিয়েছেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে কাজ করে যাবেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ