ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্ট দলে নতুন মুখ বিউ ওয়েবস্টার

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ২৮-১১-২০২৪ ১০:৩৮:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৪ ১০:৩৮:০৯ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্ট দলে নতুন মুখ বিউ ওয়েবস্টার
অ্যাডিলেডে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার শিবিরে বড় ধাক্কা মিচেল মার্শের ইনজুরি। পার্থ টেস্টে ১৭ ওভার বল করার পর অস্বস্তিতে ভুগতে থাকেন মার্শ। ফর্মও আশানুরূপ ছিল না তার। তাই দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ করা হয়েছে বিকল্প অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে।
 
৬ ডিসেম্বর শুরু হওয়া অ্যাডিলেড টেস্টে মিচেল মার্শের খেলা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। পার্থ টেস্টে বল হাতে তেমন প্রভাব বিস্তার করতে না পারা এবং ইনজুরির কারণে তার অনুপস্থিতি দলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
 
বিউ ওয়েবস্টার, যিনি তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার ভারতের বিপক্ষে ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। দুই ম্যাচে ৭২.৫০ গড়ে ১৪৫ রান এবং বল হাতে সাত উইকেট নেওয়া তার সাম্প্রতিক ফর্মকে উজ্জ্বল করেছে।
 
জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়ার অনুভূতি প্রকাশ করে ওয়েবস্টার বলেন, "শক্তিশালী ভারত ‘এ’ দলের বিপক্ষে রান ও উইকেট পাওয়া আনন্দদায়ক ছিল। জাতীয় দলে ডাক পাওয়া গর্বের এবং দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।"
 
ওয়েবস্টার ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫ হাজার ২৯৭ রান করেছেন এবং নিয়েছেন ১৪৮টি উইকেট। তার খেলার ধরণ অনেকটাই মিচেল মার্শের মতো, যা তাকে দলের জন্য উপযুক্ত বিকল্প হিসেবে উপস্থাপন করেছে।
 
ওয়েবস্টারকে দলে অন্তর্ভুক্ত করায় অস্ট্রেলিয়া দল একটি শক্তিশালী ব্যাকআপ পেয়েছে। যদিও অ্যাডিলেডে তাকে চূড়ান্ত একাদশে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে ওয়েবস্টারের সাম্প্রতিক পারফরম্যান্স তাকে গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ পাওয়ার উপযুক্ত করে তুলেছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ