ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণার্থীবাহী বাস উল্টে ২০ জন আহত

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১২:৪১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১২:৪১:৫৯ অপরাহ্ন
নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণার্থীবাহী বাস উল্টে ২০ জন আহত
রাঙামাটি শহরের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণার্থীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন।
 
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া থেকে রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় উল্টে যায় বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বাসে থাকা যাত্রীরা জানান, ৪০ জনের একটি বাসে করে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছিলেন। এ সময় মানিকছড়ি নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া চৌধুরী বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ