ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টির বাড়িতে ইডির তল্লাশি, আবারও বিপাকে দম্পতি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৪:২২:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৪:২২:১১ অপরাহ্ন
রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টির বাড়িতে ইডির তল্লাশি, আবারও বিপাকে দম্পতি
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রা যেন একের পর এক আইনি সমস্যার মধ্যে পড়ছেন। মাস খানেক আগেই ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট) রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। এবার নতুন করে পর্নোগ্রাফি কাণ্ডে বিপাকে পড়লেন রাজ।

শুক্রবার সকালে ইডির একটি দল রাজ-শিল্পার বাড়িতে তল্লাশি চালায়। এদিন মুম্বাই ও উত্তরপ্রদেশের প্রায় ১৫টি স্থানে চিরুনি তল্লাশি চালায় তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গেছে, রাজ কুন্দ্রার বিরুদ্ধে লোক ঠকিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, এই অর্থ তিনি ইউক্রেনে বিটকয়েনের ব্যবসার জন্য ব্যবহার করতে চেয়েছিলেন। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সেই পরিকল্পনা ব্যাহত হয়েছে।
 
ইডি ইতোমধ্যেই রাজ কুন্দ্রার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে শিল্পা শেট্টির নামে থাকা বান্দ্রার একটি বিলাসবহুল ফ্ল্যাট। এর আগে, ২০২১ সালে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়েছিল।

‘হটশটস’ নামে একটি অ্যাপের মাধ্যমে অশ্লীল ছবি তৈরি ও প্রচার করার অভিযোগে রাজকে দুই মাস জেলে কাটাতে হয়। পরে জামিনে মুক্তি পেলেও মামলার নিষ্পত্তি এখনো হয়নি।
 
ইডি জানায়, রাজ কুন্দ্রার কাছে এখনো প্রায় দেড়শ কোটি টাকা রয়েছে, যা বেআইনি ভাবে উপার্জিত। এই অর্থ কোথায় এবং কীভাবে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইডি এই অর্থের উৎস জানার জন্য আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।
 
রাজ কুন্দ্রার এই নতুন বিতর্ক বলিউড মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তার বিলাসবহুল জীবনধারা এবং প্রভাবশালী সংযোগ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
 
পর্ন কাণ্ডের জেরে রাজ কুন্দ্রার জীবনে আবারও কালো মেঘ ঘনিয়েছে। ইডির তদন্ত এবং সম্পত্তি বাজেয়াপ্তের পরিণতি কী হতে পারে, তা সময়ই বলে দেবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ