ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৩০ নভেম্বর পর্যন্ত রিবেট সুবিধায় হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, জানালো ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৭:০০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৭:০০:৫৩ অপরাহ্ন
৩০ নভেম্বর পর্যন্ত রিবেট সুবিধায় হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, জানালো ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) তাদের নাগরিকদের জন্য একটি বিশেষ সুবিধা প্রদান করছে, যা ৩০ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। এই সুবিধার আওতায়, রিবেট সহ হোল্ডিং ট্যাক্স পরিশোধ, সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন এবং দোকান ভাড়া পরিশোধ করা যাবে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, এই সুবিধা শুক্রবার (২৯ নভেম্বর) পর্যন্ত বিদ্যমান ছিল এবং এখন মেয়াদ বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। গত কিছু দিন ধরে, এই বিশেষ সুবিধার কারণে নগরবাসী সহজেই তাদের কর ও অন্যান্য পরিষেবা পরিশোধ করতে পেরেছেন।

এছাড়াও, নাগরিকরা এখন তাদের হাল সনের চার কিস্তির হোল্ডিং ট্যাক্স রিবেট সুবিধাসহ পরিশোধ করতে পারবে, এবং ট্রেড লাইসেন্সের নবায়ন ফি সারচার্জ ছাড়াই পরিশোধ করা যাবে। এই সুবিধা পাওয়ার জন্য শেষ দিন ৩০ নভেম্বর, তাই যারা এখনও পরিশোধ করেননি তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।
 
হোল্ডিং ট্যাক্স পরিশোধের ক্ষেত্রে রিবেট সুবিধা থাকায়, নাগরিকরা কিছুটা টাকা সাশ্রয় করতে পারবেন। একইভাবে, ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়া পরিশোধের ক্ষেত্রেও অতিরিক্ত সারচার্জ ছাড়াই তা সম্পন্ন করা যাবে।
 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, এই সুযোগটি শুধুমাত্র ৩০ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য, এবং এর পর আর রিবেট সুবিধা থাকবে না। তাই যে কেউ এই সুবিধা নিতে চান, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে হবে।

এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও একই ধরনের সুবিধা ঘোষণা করেছে এবং নাগরিকদের এসব পরিষেবা সময়মতো পরিশোধ করতে বলা হয়েছে।
 
নগরবাসীকে সতর্ক করা হয়েছে যে, সময়মতো ট্যাক্স না পরিশোধ করলে পরে অতিরিক্ত জরিমানা ও অন্যান্য শাস্তির সম্মুখীন হতে হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ