ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কারা বিভাগের ত্রুটিতে মুক্তি, আত্মগোপনে ফাঁসির আসামিরা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১০:১৮:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১০:১৮:১৫ অপরাহ্ন
কারা বিভাগের ত্রুটিতে মুক্তি, আত্মগোপনে ফাঁসির আসামিরা
লক্ষ্মীপুরের একটি ধর্ষণ-হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি সানাউল্লাহ ও মো. আবদুর রহিম কারা কর্তৃপক্ষের ভুলে মুক্তি লাভ করে আত্মগোপনে চলে গেছেন। ঘটনাটি ঘটেছে গত ১২ নভেম্বর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে। তবে বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার (২৮ নভেম্বর)।
 
২০১৪ সালের ২৯ ডিসেম্বর লক্ষ্মীপুরের কমলনগরে ধর্ষণ ও হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা রুজু হয়। ২০১৭ সালের ২৯ মার্চ লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাদের ফাঁসির দণ্ড প্রদান করে।

সানাউল্লাহ ও আবদুর রহিমকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং অপর দুই আসামি মো. হারুন ও আবুল কাশেমকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রাখা হয়।
 
চার আসামি খালাসের আবেদন জানালে উচ্চ আদালত তাদের মুক্তি আদেশ স্থগিত করে। কিন্তু এ আদেশ উপেক্ষা করে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষ ১২ নভেম্বর সানাউল্লাহ ও আবদুর রহিমকে মুক্তি দেয়।
 
মুক্তি পেয়েই দুই আসামি আত্মগোপনে চলে যান। বিষয়টি জানাজানি হলে আদালত থেকে তাদের পুনরায় গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়।
 
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আব্দুল্লাহিল আল-আমিন বলেন, "লক্ষ্মীপুরের আদালতের নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে। স্থগিতাদেশ সম্পর্কে অবগত ছিলাম না।"

চট্টগ্রাম কারা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতান জানান, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাতক আসামিদের গ্রেপ্তারে কাজ করছে।"
 
এ ঘটনাকে কেন্দ্র করে কারা বিভাগসহ সংশ্লিষ্ট মহলে তোলপাড় চলছে। আদালতের আদেশ উপেক্ষার দায়ে কারা কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে তদন্তের দাবি উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ