ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৯-১১-২০২৪ ১১:৩৫:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১১-২০২৪ ১১:৩৫:৪৭ অপরাহ্ন
ফেনীতে ট্রেনের ধাক্কায় জিএম রিংকু (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিংকু ঢাকার তেজগাঁও কলেজের শিক্ষার্থী এবং ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার বাসিন্দা। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রিংকু অসতর্কভাবে রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে তার পরিবারকে খবর দেন।
রিংকুর প্রতিবেশী মো. নেজাম বলেন, "রিংকু অত্যন্ত নম্র ও ভদ্র ছিল। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।" পরিবার ও এলাকাবাসীর শোকের মাঝে রাতেই তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল জানান, "ঢাকাগামী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।"
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞরা রেললাইন পারাপারের সময় সচেতন থাকার ওপর জোর দিয়েছেন, কারণ অসতর্কতা প্রাণঘাতী হতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স