১৭ বছরের ধ্বংসযজ্ঞের অভিযোগ: জামায়াত আমিরের ঐক্যের ডাক
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
৩০-১১-২০২৪ ১২:৩০:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-১১-২০২৪ ১২:৩০:০৭ পূর্বাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। দুর্নীতির বীজ বপন করে দেশের রন্ধ্রে রন্ধ্রে অনৈতিকতার প্রসার ঘটানো হয়েছে। তিনি বলেন, "একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে এ জাতি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে।"
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। এসময় তিনি সাতক্ষীরার শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের খোঁজ-খবর নেন।
তিনি উল্লেখ করেন, সাতক্ষীরা দেশের সর্বাধিক শহীদের জেলা। এ অঞ্চলের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক মণ্ডলের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনাও স্মরণ করেন।
সাতক্ষীরায় তার আগমনের সময় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এ মতবিনিময়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেকসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এছাড়াও, বেলা ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করবেন।
জামায়াত আমির তার বক্তব্যে একটি নৈতিক, স্বচ্ছ ও সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয়ের কথা বলেন। তিনি তরুণ সমাজ ও সাধারণ জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স