নাটোরে ফুটবল খেলতে গিয়ে যুবকের আকস্মিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০১-১২-২০২৪ ১২:২২:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০১-১২-২০২৪ ১২:২২:২৭ পূর্বাহ্ন
নাটোরে ফুটবল খেলতে গিয়ে মো. গোলাম রাব্বি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদরের কাফুরিয়ার চৌগাছি স্কুল মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গোলাম রাব্বি চৌগাছি এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে এবং পেশায় তিনি একজন রাজমিস্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী মো. আবু দাদ্দারের ভাষ্যমতে, শনিবার সন্ধ্যার পর চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার যুবকদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রতিটি ম্যাচের সময় ছিল ৩০ মিনিট।
রাত সাড়ে আটটার দিকে খেলতে খেলতে গোলাম রাব্বি বুকে ব্যথার কথা জানিয়ে খেলোয়াড় পরিবর্তন করতে বলেন। মাঠ থেকে একটু দূরে এসে হঠাৎ বুক চেপে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তৎক্ষণাৎ তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, তার হার্ট ব্লক হয়েছিল। পরে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার পরিদর্শক মাহাবুর রহমান জানান, "ফুটবল খেলার সময় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, তার হার্টে সমস্যা ছিল। তবে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স