ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক চট্টগ্রাম বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-১২-২০২৪ ১২:৩৭:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৪ ১২:৩৭:২৬ পূর্বাহ্ন
ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক চট্টগ্রাম বিএনপি নেতার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। শনিবার (৩০ নভেম্বর) ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন, “শেখ হাসিনা তার প্রভুর দেশ ভারতে পালিয়ে গেছেন। সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই স্বৈরাচারী গোষ্ঠী দেশের সম্প্রীতি বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে।"

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। তাই তৃণমূলের নেতাকর্মীদের এ ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে।

নাজিম উদ্দীন শাহীন ও মোশারাফুল আনোয়ার মশুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বদিউল তালুকদার, রফিকুল আলম, নুরুল ইসলাম মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং নেতাকর্মীদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ