ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোববার কর্মচারী সংগঠনের সঙ্গে বসছেন জনপ্রশাসন সচিব

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০১-১২-২০২৪ ০১:০৩:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৪ ০১:০৩:৪৫ পূর্বাহ্ন
রোববার কর্মচারী সংগঠনের সঙ্গে বসছেন জনপ্রশাসন সচিব
বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের মহাসমাবেশের ডাকে নড়েচড়ে বসেছে সরকার। শনিবার বন্ধের মধ্যে কর্মচারীদের ডেকে তাদের দাবি-দাওয়া শুনেছেন কর্মকর্তারা। রোববারও কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে ফের আলোচনার সিদ্ধান্ত হয়েছে। 
 
শনিবার (৩০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব সাজ্জাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রোববারের আলোচনার বিষয়, সময় ও স্থান বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানান, গত বৃহস্পতিবার সংযুক্ত পরিষদ মহাসমাবেশের ডাক দিলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ তাদের ডেকে পাঠান। প্রস্তাব দেন আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব সেই সমস্যা নিয়ে অস্থিরতা কেন তৈরি করা হবে। এতে কর্মচারী সংগঠনগুলো সম্মত হলে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাহবুব উল আলম আলোচনায় বসেন।

দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা হয়, পরে সিদ্ধান্ত হয় রোববার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফের আলোচনা হবে। রোববার আলোচনায় অংশ নেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান— এমনটাই বলা হয়েছে সংযুক্ত পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে। শনিবার অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের উপদেষ্টা মো. তোয়াহা, সভাপতি বাদিউল কবিরসহ সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ