ফেনীতে সিএনজি চালকদের হামলায় দুই ট্রাফিক পুলিশ আহত
আপলোড সময় :
০১-১২-২০২৪ ০১:১৩:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০১-১২-২০২৪ ০১:১৩:৪২ পূর্বাহ্ন
ফেনীর ছাগলনাইয়ায় ট্রাফিক পুলিশের ওপর সিএনজি চালকদের সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডাকবাংলা সড়কে এই ঘটনা ঘটে।
অবৈধ যানচলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় চারটি সিএনজি অটোরিকশা আটক করে ট্রাফিক পুলিশ। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ৫০-৬০ জন সিএনজি চালক দলবদ্ধভাবে এসে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল আলম এবং কনস্টেবল ফখরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়।
কনস্টেবল ফখরুল ইসলাম বলেন, “মামলা দেওয়ার সময় দলবদ্ধ চালকরা এসে আমার মাথায় আঘাত করে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
সার্জেন্ট মনিরুল আলম জানান, “অভিযানের সময় তারা জরিমানার বই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মানুষের দুর্ভোগ লাঘব করতে গিয়ে এমন হামলার শিকার হওয়া নিন্দনীয়।”
জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) এসএম শওকত হামলার ঘটনাকে গুরুতর উল্লেখ করে বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
এই ধরনের ঘটনা ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
অনেকে মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমে এমন বাধা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই প্রবণতা বাড়তে পারে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স