বেনাপোলে ৫৪ ইসকন ভক্তের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০১-১২-২০২৪ ০১:০২:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১২-২০২৪ ০১:০২:০৩ অপরাহ্ন
ভারতের ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এসে ফিরে যেতে বাধ্য হলেন বাংলাদেশের ৫৪ জন ইসকন ভক্ত। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার (১ ডিসেম্বর) সকাল পর্যন্ত ইসকন ভক্তরা অপেক্ষা করেও ভারতে প্রবেশের অনুমতি পাননি।
ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী জানান, তারা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের কোনো কারণ উল্লেখ না করেই ফিরিয়ে দেয়। অন্যদিকে, বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা জানান, “সন্দেহজনক ভ্রমণ মনে করে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।”
অনুমতি না পাওয়ায় হতাশ ভক্তরা জানান, তারা শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে ভারতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে অনুমতি না পাওয়ায় তাদের মনে ক্ষোভ ও দুঃখ দেখা দিয়েছে।
ইমিগ্রেশন চেকপোস্টে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষকে আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ইসকন সদস্যরা।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স