মহাখালী রেলগেটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০১-১২-২০২৪ ০৩:৩৬:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১২-২০২৪ ০৩:৩৬:৩২ অপরাহ্ন
রাজধানীর মহাখালী রেলগেট এবং সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকায় ঢাকাগামী ভুরুঙ্গামারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। রোববার সকালবেলা ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদা খানম বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। নিহত ব্যক্তির পরনে ছিল চেক লুঙ্গি, পেস্ট কালারের পাঞ্জাবি ও হলুদ সোয়েটার।"
স্থানীয়রা জানিয়েছেন, রেললাইন পার হওয়ার সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী ভুরুঙ্গামারী এক্সপ্রেস ট্রেনটি বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সিআইডি ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় মৃতের পরিবারকে এখনো খবর দেওয়া সম্ভব হয়নি।
এ ধরনের দুর্ঘটনা রোধে স্থানীয় জনগণের সচেতনতা এবং রেলপথে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রেলপথে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। এ ঘটনায় সিআইডির তদন্তের মাধ্যমে দ্রুত নিহত বৃদ্ধের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স