বললেন জনপ্রশাসন সচিব
"আগের স্যারের থেকে ঘুষ কম নিচ্ছেন": ভূমি রেজিস্ট্রেশন অফিসে এটাও বলে
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
০১-১২-২০২৪ ০৪:১১:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১২-২০২৪ ০৪:১১:৩৬ অপরাহ্ন
ভূমি রেজিস্ট্রেশন অফিসে দুর্নীতি এবং জনমনে নেতিবাচক ধারণা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, ভূমি অফিসে ঘুষ দেওয়া-নেওয়ার প্রবণতা সাধারণ মানুষের মধ্যে একরকম স্বাভাবিক হয়ে উঠেছে।
"দিচ্ছে, নিচ্ছে, এমনকি আগের স্যারের থেকে কম নিচ্ছেন": সিনিয়র সচিবের পর্যবেক্ষণ
তিনি বলেন, "ভূমি রেজিস্ট্রেশন অফিস সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা রয়েছে। ঘুষ দেওয়া এবং নেওয়ার এমন সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে অভিযোগ করার প্রয়োজনই পড়ে না। মানুষ বলে, আগের স্যারের তুলনায় এখন কম নেওয়া হচ্ছে।"
সিনিয়র সচিব আরও বলেন, মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই প্রশাসনে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কাজ চলছে।
মাঠ পর্যায়ে পরিদর্শনের সময় বিভিন্ন দিক উঠে এসেছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন গোপালগঞ্জের একটি মেডিকেল কলেজ যেখানে কাঠামো থাকলেও ডাক্তার, নার্স বা শিক্ষার্থীর কোনো উপস্থিতি নেই। এই ধরনের সমস্যাগুলো সংস্কারের মাধ্যমে সমাধানের পরিকল্পনা চলছে বলে জানান তিনি।
সিনিয়র সচিব জানান, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনলাইনে প্রশ্নোত্তর ব্যবস্থা চালু করা হচ্ছে। জনমতের ভিত্তিতে সংস্কারের জন্য সুপারিশ আসবে এবং এগুলোর বাস্তবায়নে কাজ করবে প্রশাসন।
সিনিয়র সচিবের মন্তব্য ভূমি রেজিস্ট্রেশন অফিসসহ অন্যান্য সরকারি দপ্তরের সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। দুর্নীতিমুক্ত এবং কার্যকর প্রশাসন গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ জনগণের আস্থা অর্জনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স