ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আব্দুস সালাম পিন্টুর খালাসের খবরে টাঙ্গাইলে মিষ্টি বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৪:৫৫:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৪:৫৫:২৮ অপরাহ্ন
আব্দুস সালাম পিন্টুর খালাসের খবরে টাঙ্গাইলে মিষ্টি বিতরণ
বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টাঙ্গাইল-২ (ভূঞাপুর-‌গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ার খবরে টাঙ্গাইলে বিজয় মি‌ছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। এ ছাড়া জেলার ভূঞাপু‌র উপজেলা পরিষদের সাম‌নে সং‌ক্ষিপ্ত আলোচনাসভা ও বিজয় মি‌ছিল বের করা হয়।

ভূঞাপুর উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সে‌লু ব‌লেন, শেখ হা‌সিনা সরকারের তথাকথিত রায়ে ১৭ বছর জেলখানায় আছেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। এই রা‌য়ে আইনের শাসন প্রতি‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা বলেন, আব্দুস সালাম পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবত স্বৈরাচার হাসিনা সরকার জেলে আবদ্ধ রেখেছে। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আজ আমরা ন্যায়বিচার পেলাম। আমরা টাঙ্গাইলবাসী আজ অনেক আনন্দিত।
 
জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু বলেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি জাগ্রত হয়েছে। টাঙ্গাইলবাসী আজ খুবই আনন্দিত।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ