ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অন্ধ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৮:১২:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৮:১২:৫৬ অপরাহ্ন
অন্ধ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস
বাংলাদেশ দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়েছে। মুলতানে অনুষ্ঠিত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
 
বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেটাররা সেমিফাইনালে ব্যাট হাতে শুরুতেই দেখিয়েছেন দারুণ প্রতিভা। ওপেনার সালমান এবং আরিফের ১৭৭ রানের রেকর্ড জুটিতে বাংলাদেশ গড়ে ২০ ওভারে ২৪৪ রানের বড় সংগ্রহ। যদিও সালমান মাত্র ৩ রান দূরে সেঞ্চুরি হাতছাড়া করেন, তার ৯৭ রানের ইনিংস সেমিফাইনালের মঞ্চে দুর্দান্ত।
 
বল হাতে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশের বোলাররা। প্রথম ৫ ওভারে ৩ উইকেট তুলে নেওয়া দলকে দেয় আত্মবিশ্বাস। তবে শ্রীলঙ্কার চন্দনা দেশপ্রিয়ের ৫৪ বলে ৮৬ রানের ইনিংস খেলাটি কঠিন করে তোলে। শেষ পর্যন্ত চাপ সামলে জয় তুলে নেয় বাংলাদেশ।
 
আগামী ৩ ডিসেম্বর মুলতানে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ফাইনালে লড়বে বাংলাদেশ। পাকিস্তান এর আগে নেপালকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
 
এবারের অন্ধ বিশ্বকাপ কিছুটা সহজ হলেও চ্যালেঞ্জের ঘাটতি ছিল না। লিগ পর্বের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ নিজের শক্তি প্রমাণ করেছে। ফাইনালেও তেমনই পারফরম্যান্সের প্রত্যাশা।

অন্ধদের বিশ্বকাপে বাংলাদেশের এই সাফল্য দেশবাসীর গর্ব। ক্রিকেটের এই মঞ্চে দলীয় চেষ্টার ফলেই এসেছে এমন বিজয়। ফাইনালে জয় নিশ্চিত করতে বাংলাদেশ দলের জন্য শুভকামনা!


নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ