ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশ নির্ধারণ করবে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৮:২৩:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৮:২৩:২৭ অপরাহ্ন
নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশ নির্ধারণ করবে: সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়তে সিস্টেম সংস্কার অপরিহার্য। তারুণ্যের শক্তি ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্পিরিট যেন বজায় থাকে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।

রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে সারজিস আলম বলেন, "তারুণ্যই পারে দেশের সিস্টেমে ইতিবাচক পরিবর্তন আনতে।" শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবেন আপনারা। একজন ফেয়ার ইলেকশনের মাধ্যমে দেশের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হলে জনগণের মূল্যায়ন সম্ভব।"

সারজিস আলম আরও বলেন, "কোয়ালিটিফুল প্রজন্ম গড়ে তুলতে চাই কোয়ালিটিফুল শিক্ষক। এজন্য স্কুল-কলেজের সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং সমাধানে কাজ করা আমাদের দায়িত্ব।" তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছেন এবং শিক্ষকদের সঙ্গে পরিচিত হয়ে তাদের সমস্যা জানছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান প্রধান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন, কামাত কাজলদিঘী ইউনিয়নের তোফায়েল প্রধান, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় সমন্বয়ক ফজলে রাব্বী।

সারজিস আলম তার বক্তব্যে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "দেশের প্রতিটি জেলা ও উপজেলায় গিয়ে তারুণ্যের শক্তিকে সিস্টেম সংস্কারে সম্পৃক্ত করা হবে।"

এই মতবিনিময় সভাটি তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং তাদের মধ্যে দায়িত্ববোধ বাড়ানোর প্রেরণা যুগিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ