ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অগ্রিম বুকিংয়ে রেকর্ড, ‘পুষ্পা টু’ ছাড়িয়ে যাচ্ছে সব সিনেমা

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ০১-১২-২০২৪ ১০:৪১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৪ ১০:৪১:১০ অপরাহ্ন
অগ্রিম বুকিংয়ে রেকর্ড, ‘পুষ্পা টু’ ছাড়িয়ে যাচ্ছে সব সিনেমা
চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’ অগ্রিম বুকিংয়ে নতুন ইতিহাস গড়তে চলেছে। সুকুমার পরিচালিত এবং দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই সিনেমা মুক্তির আগেই ঝড় তুলেছে বক্স অফিসে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার দুপুর পর্যন্ত প্রায় ৩ লাখ টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে ‘পাঠান’ (২ লাখ) এবং ‘কেজিএফ ২’-এর (১.২৫ লাখ) তুলনায় এটি অনেকটাই এগিয়ে।
 
‘পুষ্পা টু’-এর হিন্দি ভার্সনটিও জনপ্রিয়তার শীর্ষে। এই ভার্সনের টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে ১.৮ লাখ। সিনেমা বিশেষজ্ঞদের মতে, রাজামৌলির ‘আরআরআর’-এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনের ৫৮.৭৩ কোটি টাকার রেকর্ড পেরিয়ে যাবে এই সিনেমা।
 
এখনও পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রিতে ‘বাহুবলী ২’-এর ৯০ কোটি টাকা সর্বোচ্চ। তবে ‘পুষ্পা টু’ টিকিট বিক্রির বর্তমান গতিতে সেই রেকর্ড ভাঙার প্রবল সম্ভাবনা রয়েছে।
 
‘পুষ্পা টু’-তে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টারে রূপান্তরের গল্প দেখানো হয়েছে। পুষ্পার চরিত্রে আল্লু অর্জুন এবং তার বিপরীতে রাশমিকা মন্দানা অভিনয় করেছেন। বিশেষ আকর্ষণ হিসেবে দেখা যাবে সঞ্জয় দত্তকে।
 
অগ্রিম বুকিংয়ের এই সাফল্য ‘পুষ্পা টু’-কে বছরের অন্যতম বড় বক্স অফিস হিটে পরিণত করার ইঙ্গিত দিচ্ছে। ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া এই সিনেমা দক্ষিণী সিনেমার প্রভাব আরও বিস্তৃত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ