স্বাধীনতার প্রতীক ‘ডানা ৩৬’: বিপিএলে দর্শকদের জন্য নতুন চমক
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
০১-১২-২০২৪ ১১:০১:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১২-২০২৪ ১১:০১:২২ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ এবার নতুন উদ্ভাবনী আয়োজনে শুরু হতে যাচ্ছে। ‘ডানা ৩৬’ নামের মাসকটটি এবারের বিপিএলের কেন্দ্রবিন্দু। মাসকটটি স্বাধীনতা, তারুণ্য ও সীমাহীন সম্ভাবনার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব–২০২৫’ ঘোষণামঞ্চে উন্মোচিত হয়েছে মাসকটটি। ‘ডানা ৩৬’-এর ৩৬টি রঙিন পালক বিগত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে তুলে ধরা হয়েছে।
বিনা মূল্যে পানির ব্যবস্থা: শহীদ মুগ্ধের স্মৃতির প্রতি সম্মান জানাতে গ্যালারিতে থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা।
‘জিরো ওয়েস্ট জোন’: পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য গ্যালারির একটি অংশে থাকবে এই জোন।
ই-টিকিট সেবা: দর্শকদের জন্য সহজ টিকিটিং প্রক্রিয়া।
থিম সং এবং উদ্বোধনী কনসার্ট: প্রথমবারের মতো বিপিএলে থিম সং এবং তিনটি শহরে কনসার্ট আয়োজন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট
ঢাকা, চট্টগ্রাম, ও সিলেট—এই তিন শহরে ২৩, ২৫, ও ২৭ ডিসেম্বর কনসার্ট আয়োজন করা হবে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ৩০ ডিসেম্বর, যা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিপিএল ২০২৫ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি তরুণদের অনুপ্রেরণা জাগাতে আয়োজন করা হয়েছে। সরকারের ৭টি মন্ত্রণালয়ের সমন্বয়ে এই আয়োজন পরিচালিত হবে। বিপিএল দিয়ে শুরু হওয়া এই উৎসব শেষ হবে ঢাকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল দিয়ে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স