সিটির বিপক্ষে জয়ের পর সালাহ বললেন, ‘এটাই হয়তো শেষ ম্যাচ’
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
০২-১২-২০২৪ ০২:২৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১২-২০২৪ ০২:২৯:৩২ অপরাহ্ন
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সালাহর দুর্দান্ত খেলা লিভারপুলকে এগিয়ে দিয়েছে। প্রথমার্ধে গাকপোর গোলে সহায়তার পর ম্যাচের শেষ দিকে নিজেও করেছেন একটি গোল। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ১১ গোল ও ৭ অ্যাসিস্টের মাধ্যমে তিনি নিজেকে অবিস্মরণীয় এক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সালাহ জানিয়েছেন, লিভারপুলের সঙ্গে তার চুক্তি নবায়ন এখনো নিশ্চিত হয়নি। তিনি বলেন, "এটাই হয়তো সিটির বিপক্ষে অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে আমার শেষ ম্যাচ।" তার এজেন্ট রামি আব্বাস লিভারপুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তবে এর আগেও সালাহর চুক্তি নবায়ন প্রক্রিয়া জটিলতার মুখোমুখি হয়েছিল।
লিভারপুল ক্লাবের সাবেক সিইও পিটার মুর জানিয়েছেন, সালাহ ছাড়াও ভ্যান ডাইক ও আলেকজান্ডার-আর্নল্ডের সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়া চলছে। যদিও সালাহর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।
লিভারপুল ভক্তদের জন্য এটি উদ্বেগের সময় হলেও সালাহর সাম্প্রতিক পারফরম্যান্স তাদের স্বস্তি দিচ্ছে। সালাহের গোল-অ্যাসিস্টে এখন পর্যন্ত লিভারপুল ২০ পয়েন্ট অর্জন করেছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স