ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ

ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সাংবাদিকদের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০২-১২-২০২৪ ০২:৪৩:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৪ ০২:৪৩:১০ অপরাহ্ন
ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সাংবাদিকদের আহ্বান
জেনারেল জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। সাংবাদিকদের এ ব্যাপারে সত্য প্রকাশের অনুরোধ জানিয়ে তিনি বলেন, "আপনারা সত্য তুলে ধরুন। এটাই মিথ্যার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র।"
 
আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি জানান, শহীদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনকে সরকার সবধরনের সহযোগিতা দেবে। তার হত্যাকাণ্ডের মামলায় তিনজন আসামি গ্রেপ্তার হয়েছেন এবং শিগগিরই মামলার শুনানি শুরু হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে তিনি বলেন, "ঝড়ের পর ঘর ঠিক করতে সময় লাগে। আমাদেরও সময় দিন। পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে এবং আরও হবে।"

পুলিশ নিয়োগে বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ ওঠেনি। যদি অনিয়ম হয়, সাংবাদিকদের তা প্রকাশ করতে অনুরোধ করেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

আবু সাঈদের এলাকার শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দুপুরে রংপুর পুলিশ লাইন্সে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেলে কৃষি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ