ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দুই মাসের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৩:০৬:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৩:০৬:৫৯ অপরাহ্ন
দুই মাসের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশন (ইসি) আগামী দুই মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত করে তা প্রকাশ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ। সোমবার (২ ডিসেম্বর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত প্রথম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 
ইসি সানাউল্লাহ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশ এবং চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে ২ মার্চ থেকে।
 
প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ১৭ লাখ নতুন ভোটারের তথ্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের সংগ্রহে রয়েছে। এদের মধ্যে ১৩ লাখের তথ্য ২০২২ সালে সংগ্রহ করা হয়েছিল, বাকিরা স্বতঃপ্রণোদিত হয়ে নিবন্ধন করেছেন। তবে এখনও প্রায় ২৭-২৮ লাখ নাগরিক নিবন্ধনের বাইরে রয়েছেন।
 
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোটার তালিকায় থেকে মৃত ব্যক্তিদের নাম কর্তন এবং দ্বৈত ভোটার বা অন্য কোনো জটিলতা দূর করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে একটি সঠিক ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রস্তুত করা হবে।
 
হালনাগাদ কার্যক্রম শেষে যেসব নাগরিক ভোটার তালিকায় যুক্ত হবেন, তারা ২০২৬ সালের নির্বাচনে নতুন ভোটার হিসেবে ভোট দিতে পারবেন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে ছয় মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।
 
কমিশনের প্রথম বৈঠকে চারটি পৃথক কমিটি গঠন করা হয়, যা তথ্য সংগ্রহ এবং হালনাগাদের কাজ তদারকি করবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ