সীমান্তে কোনো আতঙ্ক নেই: সরকার সবসময় প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০২-১২-২০২৪ ০৭:১৫:০২ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১২-২০২৪ ০৭:১৫:০২ অপরাহ্ন
রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উন্নয়ন নিয়ে সরকারের প্রস্তুতির কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ডিসেম্বর) রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, “সীমান্তে কোনো আতঙ্ক নেই। গুজবে কান দেবেন না। সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।”
উপদেষ্টা জানান, মিথ্যা মামলার শিকার কেউ যেন শাস্তি না পায়, তা নিশ্চিত করতে ডিসি ও পুলিশের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “মিথ্যা মামলার অভিযোগে কাউকে হয়রানি করা হলে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।”
কৃষি উৎপাদন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নেদারল্যান্ডের আলুবীজ সবচেয়ে ভালো মানের। সরকার এ বছর বেশি বীজ আমদানির পরিকল্পনা করেছে। রাসায়নিক সারেরও কোনো সংকট নেই।”
পার্শ্ববর্তী দেশের মিডিয়ার মিথ্যা প্রচারণা বন্ধে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, “আপনারাই সত্য ঘটনা প্রকাশের মাধ্যমে এই অপপ্রচার বন্ধ করতে পারেন।”
এর আগে উপদেষ্টা জাহাঙ্গীর আলম রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় বিজিবি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য আইনশৃঙ্খলা ও কৃষিক্ষেত্রে সরকারের দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স