চলতি মাসে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৩-১২-২০২৪ ০৩:৩৯:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১২-২০২৪ ০৩:৩৯:৩৫ অপরাহ্ন
ডিসেম্বর মাসে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। ১২ কেজি সিলিন্ডারের জন্য গত মাসের মতোই দাম নির্ধারণ করা হয়েছে ১,৪৫৫ টাকা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন মূল্য ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এলপি গ্যাসের দাম নির্ধারণ করে। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকায় বাংলাদেশে এর প্রভাব পড়েছে। এ কারণে এ মাসেও গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি না হওয়ায় ভোক্তারা স্বস্তি প্রকাশ করেছেন। নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পণ্যের দাম বৃদ্ধি না হওয়া সাধারণ মানুষের জন্য ইতিবাচক খবর।
বিইআরসি সূত্রে জানা গেছে, চলতি মাসে আন্তর্জাতিক বাজারের দাম অপরিবর্তিত থাকায় স্থানীয় বাজারে প্রভাব পড়েনি। আগামী মাসে পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য ঘোষণা করা হবে।
ভোক্তারা আশা করছেন, ভবিষ্যতেও গ্যাসের দাম স্থিতিশীল থাকবে। গৃহস্থালি ও বাণিজ্যিক কাজে এলপি গ্যাসের চাহিদা ক্রমবর্ধমান। তাই দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
এলপি গ্যাসের বর্তমান মূল্য স্থিতিশীল থাকায় ব্যবসায়ীরা এবং ভোক্তারা উভয়েই আশাবাদী।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স