উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের ক্ষতি ভারতকেই বহন করতে হবে
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৩-১২-২০২৪ ০৪:২৫:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১২-২০২৪ ০৪:২৫:২২ অপরাহ্ন
ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে ভারতেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বরাবরই দায়িত্বশীল অবস্থান গ্রহণ করেছে, তবে ভারত যদি গায়ে পড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, সেটি তাদের জন্যই বিপজ্জনক হবে।
নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন একটি নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতের কিছু রাজনীতিবিদ শুধুমাত্র নির্বাচনে ভোট পাওয়ার জন্য বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।” তবে তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবে।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “বাংলাদেশ একটি শক্তিশালী দেশ। ভারতের উচিত হবে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ১৮ কোটি মানুষের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির কোনো চেষ্টা ভারতের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে।”
গার্মেন্টস খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের দোষ না থাকা সত্ত্বেও গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। তিনি জানান, সরকার এর পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে এবং আগামী সপ্তাহে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, “গার্মেন্টস খাতের অধিকাংশ সমস্যা ঋণ খেলাপি মালিকদের কারণে সৃষ্টি হয়েছে। সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
উপদেষ্টা সাখাওয়াতের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় সরকারের শক্তিশালী পদক্ষেপের ইঙ্গিত দেয়। প্রতিবেশী সম্পর্ক বজায় রাখা কেবল বাংলাদেশের জন্যই নয়, বরং ভারতের জন্যও গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স