ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০৭ কোটি জমা, বিতরণ ২৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৪:৫৩:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৪:৫৩:৫২ অপরাহ্ন
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০৭ কোটি জমা, বিতরণ ২৬ কোটি টাকা
৩০ নভেম্বর পর্যন্ত ফাউন্ডেশনে জমা হয়েছে ১০৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ২৪০ টাকা। এ পর্যন্ত ৩৬৫ শহীদ পরিবারকে ১৮ কোটি ২৫ লাখ টাকা এবং ৭৭৫ জন আহতকে ৭ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ১৯০ টাকা বিতরণ করা হয়েছে।
 
আহতদের উন্নত চিকিৎসায় ফাউন্ডেশন বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, নেপাল ও যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞরা অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা দিয়েছেন। এর মধ্যে ২২ জন বিদেশি বিশেষজ্ঞ বাংলাদেশে এসে কাজ করেছেন।
 
এখন পর্যন্ত নয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড ও সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আরও দুইজনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে এবং সাতজনকে তুরস্কে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে।
 
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুমোদন, কার্যনির্বাহী পরিষদ ও লিগ্যাল সাপোর্ট টিম গঠন এবং শহীদ পরিবার ও আহতদের সুষ্ঠু সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে।
 
সভায় উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা তাদের কষ্টের স্মৃতি ভাগ করে নেন। তারা আহতদের সুচিকিৎসা এবং শহীদদের বিচার নিশ্চিত করার দাবি জানান। ড. ইউনূস তাদের আবেগকে সম্মান জানিয়ে বলেছেন, “শহীদদের পরিবার আমাদের সমাজের শক্তি। তাদের স্মৃতি ও ত্যাগকে সম্মান জানিয়ে আমরা কাজ করছি।”
 
সভায় ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এবং লিগ্যাল ও আইসিটি সাপোর্ট টিম গঠনের পাশাপাশি শহীদ পরিবারের সরাসরি অংশগ্রহণ নিশ্চিতের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ