ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির লড়াই অব্যাহত থাকবে: দুলু

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৮:০০:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৮:০০:৫০ অপরাহ্ন
সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির লড়াই অব্যাহত থাকবে: দুলু
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, "বিগত ১৫ বছর যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিক্রি করেছে, তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র রুখে দেবে।" মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নাটোর শহরের কানাইখালীতে নিহত নাটোর পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজনের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
 
দুলু বলেন, "আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে। তবে তারা দেশ সঠিকভাবে চালাতে পারছে না। আওয়ামী লীগের ষড়যন্ত্র ও শেখ হাসিনার অপতৎপরতা বন্ধ হবে না যতক্ষণ না নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে।"

তিনি তারেক রহমানকে দেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে বলেন, "তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তার মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।"
 
নাটোরের অবকাঠামোগত উন্নয়নে আওয়ামী লীগের ব্যর্থতার সমালোচনা করে দুলু বলেন, "নাটোরে গ্যাস সরবরাহ নেই। আমি ক্ষমতায় থাকলে কোদাল দিয়ে কেটে হলেও গ্যাস নিয়ে আসতাম। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে নাটোরে কলকারখানার জন্য গ্যাস সরবরাহ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।"
 
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়ে দুলু ভারতে বাংলাদেশের হাই কমিশনে আক্রমণের নিন্দা করেন। তিনি বলেন, "১৯৭১ সালে আমাদের ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতাকে আমরা বিপন্ন হতে দেব না।"
 
স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সমাবেশ থেকে বিএনপি নেতারা নাটোরে উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ