ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাইকোর্টের ২৩ বিচারপতির বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৮:১৫:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৮:১৫:১০ অপরাহ্ন
হাইকোর্টের ২৩ বিচারপতির বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ
হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ জন বিচারপতি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বঙ্গভবনে যাচ্ছেন। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, এই সাক্ষাৎটি বিচারপতিদের জন্য গুরুত্বপূর্ণ, যা তাদের বিচারিক দায়িত্ব পালনের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

নতুন নিয়োগপ্রাপ্ত এই ২৩ বিচারপতি হলেন: বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি শফিউল আলম মাহমুদ, বিচারপতি হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি সগীর হোসেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর এই ২৩ বিচারপতি শপথ গ্রহণ করেন। এর একদিন আগে, ৮ অক্টোবর, রাষ্ট্রপতি তাদের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

বিচারপতিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তাদের দায়িত্ব পালনে নতুন অধ্যায়ের সূচনা করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ