খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষ, সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৪-১২-২০২৪ ০৮:২৪:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৪ ০৮:২৪:৩৬ অপরাহ্ন
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী এবং বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন।
গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের একটি বাসে খুলনায় আসার পথে খুবির এক শিক্ষার্থীকে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে লাঞ্ছিত করা হয়। খুলনা পৌঁছে শিক্ষার্থী বিষয়টি অন্যদের জানান। শিক্ষার্থীরা সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নিলে পরিবহন শ্রমিকরা আবার তাদের ওপর হামলা চালায়।
এই ঘটনায় আহত হন খুবির ছাত্র আশিক, সিয়াম, জিসান আহমেদ, অরুপ বসু, হৃদয় ও শাহরিয়ার পারভেজ সাদ। শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। খবর পেয়ে শিক্ষার্থীদের এক বিশাল দল টার্মিনালে জড়ো হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা কাজ করছেন। সোনাডাঙ্গা থানার ওসি হাওলাদার সানওয়ার মাসুম জানিয়েছেন, সংঘর্ষে জড়িতদের থামানোর চেষ্টা চলছে।
সন্ধ্যা ৭টা পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী টার্মিনাল এলাকায় অবস্থান করছেন। শিক্ষার্থীরা সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স