দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৪-১২-২০২৪ ০৮:৩৫:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৪ ০৮:৩৫:১০ অপরাহ্ন
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে একটি বৈঠকে ভারতের সাম্প্রতিক বাংলাদেশবিরোধী অপপ্রচার এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বৈঠকটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
বৈঠকে ভারত থেকে আসা অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। নেতারা বলেন, ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ নিন্দনীয়। ক্ষতিকর চুক্তিগুলো বাতিল করার দাবিও জানানো হয়।
আইন উপদেষ্টা বলেন, “দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক।” তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ইস্যুতে শক্তিশালী অবস্থান নিতে হবে এবং ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
বৈঠকে সমাবেশ আয়োজন এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়। এছাড়া, সরকারের সঙ্গে ভারতের অতীত চুক্তিগুলো প্রকাশ করার দাবি জানানো হয়েছে।
আসিফ নজরুল বলেন, “আমাদের আর দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। যেকোনো ধরনের উসকানির মুখে দেশের ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সবাই।”
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স