আইসিসি সভায় জয় শাহ’র অভিষেক, চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে নজর ক্রিকেটবিশ্বের
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
০৪-১২-২০২৪ ০৮:৪৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৪ ০৮:৪৯:৩৬ অপরাহ্ন
বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নতুন আইসিসি সভাপতি জয় শাহ’র সভাপতিত্বে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এই সভায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম বলে জানাচ্ছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
পাকিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায়। তিনটি ভেন্যু— লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি নির্ধারণ করা হলেও, ভারত তাদের দল পাকিস্তানে পাঠাতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। বিসিসিআই জানিয়েছে, এটি ভারতের সরকারের সিদ্ধান্ত। তবে পাকিস্তানও স্পষ্ট করে দিয়েছে যে তারা হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি নয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাব করেছে, টুর্নামেন্টের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক। তারা একইসঙ্গে দাবি জানিয়েছে যে, ভবিষ্যতে ভারতের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টগুলোও একই মডেলে আয়োজন করতে হবে। এই প্রস্তাব বিসিসিআই মেনে নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
ক্রিকেটবিশ্বের অনেকেই মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নিয়ে এই টানাপোড়েনের দ্রুত সমাধান প্রয়োজন। তবে এটি শুধু দুই দেশের ক্রিকেট বোর্ডের নয়, রাজনৈতিক সম্পর্কের প্রভাবও পড়ছে।
আগামী কয়েকদিনের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা কতটা সফল হবে, সেটিই এখন মূল প্রশ্ন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স