বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আবারো দারুণ খবর। বাংলাদেশ নারী দলের টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তার সুপ্তা মনোনয়ন পেয়েছেন আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে। আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে এই সম্মান।
আয়ারল্যান্ড সিরিজে প্রথম ম্যাচেই সুপ্তা ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেন, যেখানে ছিল ১৩টি চারের মার। দ্বিতীয় ম্যাচেও ৬৩ বলে ৪৩ রান করেন তিনি। ডিসেম্বরে শেষ হওয়া সিরিজের তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে আরও ৭২ রান। দেড় বছর পর জাতীয় দলে ফেরার পর এমন ধারাবাহিক পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে।
দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের ড্যানি ওয়েট-হজের সঙ্গে শারমিন সুপ্তার নাম এখন নারীদের সংক্ষিপ্ত তালিকায়। যদি তিনি চূড়ান্ত বিজয়ী হন, তবে নাহিদা আক্তারের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি অর্জন করবেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে আম্পায়ার হওয়ার প্রশিক্ষণে সময় কাটানো শারমিন অনেকের কাছে ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু তিনি ফিরে এসে প্রমাণ করেছেন নিজের দক্ষতা। তার এমন প্রত্যাবর্তন বাংলাদেশের নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দেয়।