ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনায় ট্রলারডুবি: মামা-ভাগিনার মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-১২-২০২৪ ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-১২-২০২৪ ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন
মেঘনায় ট্রলারডুবি: মামা-ভাগিনার মৃত্যু, নিখোঁজ ২
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন—হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আব্দুল হাসেম (৫০) এবং তার ভাগিনা মো. জুয়েল (২৭)।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে স্থানীয়রা আব্দুল হাসেম ও মো. জুয়েলের মরদেহ উদ্ধার করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজ দেলোয়ার ও ইরানকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। রবিউল মাঝির ট্রলারে থাকা ২৪ জন জেলে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। কুয়াশার কারণে ট্রলারটি ডুবোচরের সঙ্গে ধাক্কা খেলে উলটে যায়। ২০ জন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানিয়েছেন, কোস্টগার্ড এবং নৌপুলিশ নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

নিহত মামা-ভাগিনা আব্দুল হাসেম এবং মো. জুয়েলের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ছিল গভীর রাতের ঘন কুয়াশা।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল সক্রিয় ভূমিকা পালন করছে। তবে নিখোঁজদের খুঁজে পেতে এখনো সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নৌপুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহত ও নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন হাতিয়া উপজেলার ইউএনও।

স্থানীয়রা জানান, মেঘনায় কুয়াশার কারণে এমন ঘটনা প্রায়ই ঘটে। ডুবোচরের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য না থাকায় মাঝিরা ঝুঁকির মুখে পড়েন।
বুড়িরচর ইউনিয়নে নিহত ও নিখোঁজ জেলেদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চলমান।

মেঘনার দুর্ঘটনা আবারও প্রমাণ করল নদীতে চলাচলের ক্ষেত্রে সতর্কতা এবং সঠিক নৌযান পরিচালনার গুরুত্ব। উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দাদের সহায়তা এবং প্রশাসনের তৎপরতা প্রশংসনীয়। তবে এমন দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচলের জন্য আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ