ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কলেজছাত্র নিহত, দুই বন্ধু আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৪:৩৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৪:৩৮:১৭ অপরাহ্ন
টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কলেজছাত্র নিহত, দুই বন্ধু আশঙ্কাজনক
টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালের এক মর্মান্তিক দুর্ঘটনায় শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন তার দুই বন্ধু। তারা বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

দুর্ঘটনাটি ঘটে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর সড়কের গোবিন্দাসী এলাকায়, যেখানে একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেপরোয়া ছিল। সংঘর্ষের পর ঘটনাস্থলেই নাবিলের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। তাদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

নিহত নাবিল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার এবং সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানিয়েছেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়—গাড়ি চালানোর সময় অতিরিক্ত গতি ও অসাবধানতা বিপদের কারণ হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ