ধানখেতে পড়ে থাকা মরদেহ: চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতার মৃত্যু রহস্য
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৬-১২-২০২৪ ০৫:০৭:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-১২-২০২৪ ০৫:০৭:৪৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ধানখেতের ড্রেনের পাশ থেকে কামরুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে নাচোল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি নাচোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, সকালে স্থানীয়রা ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “মরদেহের পাশে একটি বদনা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ধানখেতে বাথরুম করতে গিয়েছিলেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।”
স্থানীয়দের মতে, কামরুল ইসলাম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন এবং তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরাও মৃত্যুর কারণ নিয়ে উদ্বিগ্ন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স