ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুপার লিগ ফাইনালে রংপুর রাইডার্সের তিন তারকা অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৫:২৫:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৫:২৫:০৭ অপরাহ্ন
সুপার লিগ ফাইনালে রংপুর রাইডার্সের তিন তারকা অনিশ্চিত
গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স। সোহানদের নেতৃত্বে দলটি ফাইনালে লড়বে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দলের বিপক্ষে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে ফাইনালের আগে দলে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রংপুরের স্কোয়াডে থাকা তিন জাতীয় দলের ক্রিকেটার—সৌম্য সরকার, আফিফ হোসেন এবং রিশাদ হোসেনকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ডেকে পাঠিয়েছে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ৮ ডিসেম্বর সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে। তবে গায়ানাতে সুপার লিগ ফাইনালের পরদিন সেন্ট কিটসে উপস্থিত হওয়া একটি বড় চ্যালেঞ্জ।

রংপুর রাইডার্সের স্কোয়াডে ইনজুরির কারণে খেলোয়াড়দের সংখ্যা আগে থেকেই সীমিত। ফলে বিসিবির ছাড়পত্র ছাড়া এই তিন ক্রিকেটারকে না পেলে রংপুরের একাদশ সাজানো কঠিন হয়ে পড়বে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ জানিয়েছে, বিসিবির সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান হয়নি।

রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের পাশাপাশি দলের বাকি খেলোয়াড়দের মনোবল উঁচু রাখতে কাজ করছেন কোচিং স্টাফরা। তবে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ শক্তির দল না পাওয়াটা হতাশাজনক হতে পারে।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম, ম্যাথু ফোর্ড, হারমীত সিং, ওয়েন ম্যাডসেন, জ্যাক চ্যাপেল।

জাতীয় দলের প্রস্তুতি ও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন পরিস্থিতি নতুন নয়। এখন দেখার বিষয়, বিসিবি রংপুর রাইডার্সকে প্রয়োজনীয় সমর্থন দিয়ে তাদের শক্তি ধরে রাখতে সাহায্য করে কিনা

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ