ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২০২৫ সালে দরিদ্র দেশগুলোর জন্য রেকর্ড ঋণ দিতে যাচ্ছে বিশ্বব্যাংক

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৮:৪০:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৮:৪০:০৭ অপরাহ্ন
২০২৫ সালে দরিদ্র দেশগুলোর জন্য রেকর্ড ঋণ দিতে যাচ্ছে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক ২০২৫ সালের মধ্যে বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে রেকর্ড ১০ হাজার কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এটি একক বছরের জন্য বিশ্বব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ ঋণ প্রদানের রেকর্ড। ইতোমধ্যে এই প্রকল্পের জন্য ২ হাজার ৪০০ কোটি ডলার সংগ্রহ করা হয়েছে। দাতা রাষ্ট্রগুলো আরও ২ হাজার ৩৭০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এই ঋণ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) প্রকল্পের অধীনে ৭৮টি দেশের স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ব্যয় করা হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন, এ প্রকল্প দরিদ্র দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে।

আইডিএ তহবিলের বড় একটি অংশ আসে দাতা দেশগুলোর সহায়তা থেকে। যুক্তরাষ্ট্র, স্পেন, এবং নরওয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র চলতি বছরে ৪০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয়। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে চীন, তুরস্ক, এবং দক্ষিণ কোরিয়া।

আইডিএ প্রকল্পের আওতায় গত এক দশকে ঋণের দুই-তৃতীয়াংশ গেছে আফ্রিকার দেশগুলোতে। জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোই এ তহবিলের অগ্রাধিকার পাচ্ছে।

এর আগে ২০২১ সালে দরিদ্র দেশগুলোকে ৯ হাজার ৩০০ কোটি ডলার ঋণ দিয়েছিল বিশ্বব্যাংক। তবে এবারের ঘোষণাটি সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

বিশ্বব্যাংকের এই পদক্ষেপ দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন, অবকাঠামোগত উন্নয়ন, এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। ১৮৭টি দেশে সক্রিয় আইডিএ প্রকল্প ভবিষ্যতে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

এটি দাতা দেশগুলোর উদারতা এবং বিশ্বব্যাংকের উদ্যোগের সমন্বয়ে একটি ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছে।

সূত্র : এএফপি, আলজাজিরা

এসএমডব্লিউ


নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ