ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. ফরহাদ হোসেন নিহত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৯:১৬:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৯:১৬:১৫ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. ফরহাদ হোসেন নিহত
শুক্রবার (৬ ডিসেম্বর) বরিশালের মুলাদী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. ফরহাদ হোসেন প্রাণ হারিয়েছেন। বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মীরগঞ্জ ফেরিঘাট থেকে চারজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা টেম্পু মুলাদীর দিকে যাচ্ছিল। হাওলাদার সেতুর মোড় অতিক্রম করার সময় দ্রুতগতির কারণে টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 
মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান নিশ্চিত করেন যে, হাসপাতালে পৌঁছানোর আগেই ড. ফরহাদ মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
চরলক্ষ্মীপুর নন্দীরবাজারে শুক্রবার একটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন ড. ফরহাদ। মাহফিলের আয়োজক কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, ঢাকা থেকে মাহফিলে অংশ নিতে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
 
মুলাদী থানার ওসি জহিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ হিসেবে টেম্পুর গতি এবং নিয়ন্ত্রণহীনতার বিষয়টি চিহ্নিত করা হয়েছে।
 
ড. ফরহাদের অকাল মৃত্যুতে পুরো শিক্ষা মন্ত্রণালয় এবং তার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও সহকর্মীরা এই দুর্ঘটনার যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সড়কে যানবাহনের নিয়ন্ত্রণ এবং সচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ