ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৭-১২-২০২৪ ০২:৫৭:২০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১২-২০২৪ ০২:৫৭:২০ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এক ঘোষণা এসেছে। স্থগিত থাকা ২০২৩ সালের স্নাতক ১ম এবং ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচি ফের পরিবর্তন করেছে ঢাবি।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী,
৪র্থ বর্ষের পরীক্ষা:
২৬ ডিসেম্বর ২০২৪: পূর্বনির্ধারিত ২০২৫ সালের ২ ফেব্রুয়ারির পরিবর্তে।
৩১ ডিসেম্বর ২০২৪: পূর্বনির্ধারিত ২০২৫ সালের ৬ জানুয়ারির পরিবর্তে।
১ম বর্ষের পরীক্ষা:
২৯ ডিসেম্বর ২০২৪: পূর্বনির্ধারিত ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারির পরিবর্তে।
পরীক্ষা শুরু সময়:
সকল পরীক্ষা দুপুর সাড়ে বারোটায় শুরু হবে।
শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে সম্প্রতি বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার সময় ১ম ও ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল। ফলে পরবর্তী সময়ে পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়।
ঢাবি থেকে ২ ডিসেম্বর প্রকাশিত আগের বিজ্ঞপ্তিতে পরীক্ষা ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পুনঃনির্ধারণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। তারা দ্রুত সময়সূচি পুনর্বিবেচনার দাবি জানায়। পরবর্তীতে সাত কলেজের অধ্যক্ষ এবং পরীক্ষার নিয়ন্ত্রককে অনুরোধের প্রেক্ষিতে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের পরীক্ষার্থীদের যথাযথভাবে বিষয়টি জানাতে বলা হয়েছে।
সাত কলেজের শিক্ষার্থীরা এ সময়সূচি নিয়ে স্বস্তি প্রকাশ করলেও তারা চূড়ান্ত পরীক্ষাগুলোর সময়সূচি সঠিক রাখতে প্রশাসনের প্রতি আস্থা রাখতে চায়।
আরএইচটি/জেডএস
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স