সাজেক ভ্রমণ শেষে দুর্ঘটনা: পর্যটকবাহী জিপ খাদে পড়ে আহত ১০
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৭-১২-২০২৪ ০৩:০৮:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১২-২০২৪ ০৩:০৮:১২ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি পর্যটকবাহী জিপ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ১০ জন পর্যটক আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ধামরাই কারখানার ১২ কর্মী সাজেক ভ্রমণ শেষে খাগড়াছড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়।
আহতদের পরিচয়:
আহতরা হলেন:
১. জাকির হোসেন (৩১)
২. সাইফুল (২৭)
৩. মোনায়েম (৩৩)
৪. কামাল (২৭)
৫. শাকিল (২৬)
৬. আরফান (২৮)
৭. সবুজ (২৭)
৮. ইস্রাফিল (২৩)
৯. উজ্জল (২৮)
১০.সোহেল (৩০)
এরা সবাই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কর্মী।
উদ্ধার ও চিকিৎসা:
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আরএমও রিপল বাপ্পি চাকমা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার বলেন, "দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়েছে। পাহাড়ি সড়কের সরু ও ঢালু অংশগুলোতে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ঘটনা প্রায়ই ঘটে।"
সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও পাহাড়ি সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স