৭৩৩ গ্রাম সোনা বহনে অভিনেত্রীসহ দুই যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৭-১২-২০২৪ ০৩:৩১:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১২-২০২৪ ০৩:৩১:০৬ অপরাহ্ন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩৩ গ্রাম সোনা নিয়ে আটক হয়েছেন এক অভিনেত্রীসহ দুই যাত্রী। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে এনএসআই এবং শুল্ক গোয়েন্দার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটক যাত্রীরা হলেন-
ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী।
চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।
আটক দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ৭৩৩ গ্রাম ওজনের সোনা, যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত সোনা চুড়ি, চেইন এবং হোয়াইট গোল্ডের চেইন সদৃশ ছিল।
কীভাবে লুকানো হয়েছিল সোনা?
অনামিকা জুথী তার দুই হাতে থাকা চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে রেখেছিলেন।
চেইনগুলো তার গলায় সুকৌশলে লুকানো ছিল।
তারা সোনার আলংকারিক বস্তুগুলো তাদের হাতব্যাগেও বহন করছিলেন।
দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) করে তারা সকাল ৯টা ৩৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে তাদের তল্লাশি চালানো হয়।
বিমানবন্দর সূত্র জানায়, চট্টগ্রামে ধরা পড়লেও যাত্রীদের মূল গন্তব্য ছিল ঢাকা। এভিয়েশন রুল অনুযায়ী, তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করি। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় ৬৮ লাখ ৯৬ হাজার টাকা।"
দেশে সোনা চোরাচালানের ঘটনা বাড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক রুটে সোনা বহনে অভিনব কৌশল ব্যবহার করছেন পাচারকারীরা। বিমানবন্দরগুলোতে কড়াকড়ি ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা প্রায়ই সামনে আসছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স