ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এতদিন নাকি খুঁজতেছিলা? : ঈদে আসছে নিশোর ‘দাগি’

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৮:৪১:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৮:৪১:২২ অপরাহ্ন
এতদিন নাকি খুঁজতেছিলা? : ঈদে আসছে নিশোর ‘দাগি’
দেশের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো দীর্ঘ বিরতির পর ঘোষণা দিলেন তার নতুন সিনেমা ‘দাগি’। বিশেষ দিন হিসেবে রোববার (৮ ডিসেম্বর), তার জন্মদিনেই এই সুখবর দেন তিনি। ‘দাগি’র পরিচালনায় আছেন শিহাব শাহীন, যিনি এর আগেও দর্শকদের উপহার দিয়েছেন চমৎকার কিছু কাজ। সিনেমাটিতে নিশোর বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা এবং আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে।

নিশো তার নতুন সিনেমার ঘোষণা দেন একটি ভিডিওবার্তায়। সেখানে তিনি বলেন, "এতদিন নাকি খুঁজতেছিলা? এত সহজে খুঁইজা পাইলে কি ‘দাগি’ হয়?"। অভিনেতা আরও জানান, ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘দাগি’, যা নিয়ে তিনি দারুণ আশাবাদী।

ভিডিওটিতে নিশোর এন্ট্রি হয়েছে একটি হেলিকপ্টার থেকে, চোখে কালো চশমা আর ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতিতে। তার সঙ্গে ছিলেন তমা মির্জা এবং সুনেরাহ। প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আইয়ের এই উদ্যোগ ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

সিনেমার অন্যতম প্রযোজক ও চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “দাগি’র গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। আমি বিশ্বাস করি, এই কাজটি নতুন একটি স্ট্যান্ডার্ড সেট করবে।”

নিশোর ভক্তরা তার নতুন সিনেমার ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘দাগি’ ইতোমধ্যেই আলোচনায় জায়গা করে নিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ