সৌম্য-লিটনের দ্রুত বিদায়: প্রথম ওয়ানডেতে চাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
০৮-১২-২০২৪ ০৮:৫০:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১২-২০২৪ ০৮:৫০:২২ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে পাওয়ার প্লের শুরুতেই সৌম্য সরকার ও লিটন দাসের দ্রুত বিদায়ে চাপে পড়ে টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিম। গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত ফর্মে থাকা সৌম্য জাতীয় দলের হয়ে ১৮ বলে ১৯ রানের ঝলমলে ইনিংস খেলেন। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হন তিনি। আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের একটি ভালো লেংথের ডেলিভারিতে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।
তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেননি লিটন দাস। সৌম্যের বিদায়ের পর তিনি ক্রিজে আসলেও ৭ বল খেলে মাত্র ২ রান করে রোমারিও শেফার্ডের শিকার হন। অফ স্টাম্পের বাইরের বলেই উইকেটের পেছনে ধরা পড়েন লিটন।
তবে ওপেনার তানজিদ তামিম শুরু থেকেই দৃঢ়ভাবে ক্রিজে ছিলেন। পাওয়ার প্লে শেষে তার সংগ্রহ ছিল ২৭ রান। তার সঙ্গে উইকেটে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি ৬ রানে ব্যাট করছেন।
১০ ওভারের শেষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেছে। চাপে থাকলেও তানজিদ ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিং দলকে স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স