ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১.৫ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১০:১৪:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১০:১৪:৪৩ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় ১.৫ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গায় ভারত সীমান্তে পাচারের সময় স্বর্ণের বারসহ রুহুল আমিন (২১) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭৮ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে বলে গোপন সূত্রে খবর পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল ডুগডুগি বাজারে অবস্থান নেয়।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সন্দেহভাজন রুহুল আমিন মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। বিজিবির টহল দল তাকে থামানোর চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

তল্লাশির সময় তার মোটরসাইকেলের হেড নাটের কভারের ভেতরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানিয়েছেন, “চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এই সফলতাও তারই অংশ।”

আটক যুবকের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে। এ ধরনের অপরাধ দমনে সংশ্লিষ্ট এলাকাবাসীকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ