দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আজ (৯ ডিসেম্বর) বীরগঞ্জ উপজেলা পরিষদে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ফজলে এলাহী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমোটার, সংগীত ও আবৃত্তি শিক্ষকবৃন্দ।
নারী নির্যাতন প্রতিরোধে বক্তারা তাদের বক্তব্য পেশ করেন ও নারীদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা পর্যায়ে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV