ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

World Vision শীতকালে সুস্থ থাকার বার্তা নিয়ে মোহনপুরে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৮:৫৮:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৮:৫৮:২২ অপরাহ্ন
World Vision শীতকালে সুস্থ থাকার বার্তা নিয়ে মোহনপুরে কম্বল বিতরণ
১০ নং মোহনপুর ইউনিয়নে World Vision-এর উদ্যোগে একটি মহৎ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী, যিনি শীতকালে সুস্থ থাকার প্রয়োজনীয় দিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অনুষ্ঠানটি হতদরিদ্র মানুষের জন্য শীতকালীন সহায়তা প্রদানের একটি অনন্য প্রচেষ্টা। চেয়ারম্যান ছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শীত মোকাবিলায় এই উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়ক হবে।




অনুষ্ঠানের অংশ হিসেবে এলাকার শতাধিক হতদরিদ্র পরিবারকে কম্বল বিতরণ করা হয়। চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী বলেন, "আমাদের সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব।"

World Vision-এর এই উদ্যোগ এলাকার মানুষদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বক্তারা আরও জানান, শীতকালীন নানা রোগ থেকে বাঁচার জন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ