ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াদ-তানজিমের দুর্দান্ত জুটিতে বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:২৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:২৬:৩৮ অপরাহ্ন
রিয়াদ-তানজিমের দুর্দান্ত জুটিতে বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং লাইনে দেখা গেছে চরম বিপর্যয়। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিবের ৯২ রানের মূল্যবান জুটি সফরকারীদের মান বাঁচিয়েছে।

ব্যাটিংয়ের শুরু থেকে বাংলাদেশ ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ১১৫ রানে হারায় ৭ উইকেট। এমন অবস্থায় অভিজ্ঞ রিয়াদ ও নবাগত তানজিম ক্রিজে এসে লড়াই করেন। রিয়াদ ৬২ রানের ইনিংসে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করেন, যেখানে তানজিম হাসান সাকিব তার ৪৫ রানের ঝকঝকে ইনিংসে প্রমাণ করেছেন তার ব্যাটিং সামর্থ্য। তানজিদ হাসান তামিমও ৪৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রানও নিরাপদ ছিল না, তাই ২২৭ রানের সংগ্রহ স্বস্তিদায়ক নয়। তবে রিয়াদ ও তানজিমের জুটি দলের আত্মবিশ্বাস ফিরিয়েছে।
 
অভিজ্ঞ ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা ও উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা দলকে চাপে ফেলে দেয়। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১১৫ রানেই সাত উইকেট হারায় বাংলাদেশ।
 
রিয়াদ দলকে টেনে তোলার দায়িত্ব নেন এবং তানজিম তার সঙ্গ দিয়ে একপ্রকার ব্যাটিং শিক্ষক হয়ে ওঠেন। তাদের অসাধারণ জুটির কারণেই বাংলাদেশ ২২৭ রানের পুঁজি গড়তে সক্ষম হয়।
 
বোলিংয়ে বাংলাদেশকে নিখুঁত পারফর্ম করতে হবে এই পুঁজি রক্ষা করতে। সেন্ট কিটসের উইকেট রানপ্রসবা হওয়ায় বোলারদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ