ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক প্রভাবমুক্ত গণমাধ্যম: সংস্কারের পথে বড় উদ্যোগ

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:৩৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:৩৯:৩৯ অপরাহ্ন
রাজনৈতিক প্রভাবমুক্ত গণমাধ্যম: সংস্কারের পথে বড় উদ্যোগ
গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ এবং তাদের সমাধানের পথ নিয়ে রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, “গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।”

এ সভায় অংশগ্রহণ করেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি ও সদস্যরা। আলোচনায় উঠে আসে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টালের বিভিন্ন সংকট, রাজনৈতিক প্রভাব, এবং স্বাধীনতার অভাব।
 
সভায় আলোচিত হয়, সংবাদপত্র শিল্প বর্তমানে অর্থনৈতিকভাবে সংকটে রয়েছে। ডেইলি স্টারের প্রকাশক মাহফুজ আনাম উল্লেখ করেন, “করোনা মহামারির সময় সংবাদপত্রের সার্কুলেশন ও বিজ্ঞাপন আয় ব্যাপকভাবে কমে গেছে। এছাড়া বিগত সরকারগুলো সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।”
 
প্রথম আলোর প্রকাশক মতিউর রহমান বলেন, “সংবাদপত্র এখন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। সরকারের নিরপেক্ষ নীতিমালা এবং প্রণোদনার অভাব এর বড় কারণ।”

দৈনিক ফিনান্সিয়াল হেরাল্ড-এর প্রকাশক মাসরুর রেজা বলেন, “সংবাদপত্র প্রকাশের অনুমোদন ব্যবস্থায় ক্ষমতার অপপ্রয়োগ বন্ধ করতে হবে।”
 
নিউ এজের প্রকাশক শহিদুল্লাহ খান প্রেস কাউন্সিল আধুনিকায়নের এবং এটিকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত করার প্রস্তাব দেন। অন্যদিকে সমকালের প্রকাশক এ কে আজাদ আশা প্রকাশ করেন যে, কমিশন সম্পাদকদের স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর সুপারিশ প্রদান করবে।
 
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান, অংশীজনদের মতামতের ভিত্তিতেই কমিশন সুপারিশ তৈরি করবে। তিনি বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসনের জন্য নীতিমালা প্রণয়নেও কমিশন কাজ করছে।”

এই সভায় কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে অংশীজনদের মতামত গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ