ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত পুলিশদের পদযাত্রা: রাজারবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত প্রতিবাদের আওয়াজ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১২-২০২৪ ১২:২০:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৪ ১২:২০:৩১ অপরাহ্ন
অবসরপ্রাপ্ত পুলিশদের পদযাত্রা: রাজারবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত প্রতিবাদের আওয়াজ
ভারতীয় আগ্রাসন এবং অপপ্রচারের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর রাজারবাগ পুলিশ অফিসার্স কোয়ার্টারের সামনে থেকে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা একটি প্রতিবাদী পদযাত্রা শুরু করেন। প্রায় ৫০ জন সদস্যের এই পদযাত্রা রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শান্তিনগর, কাকরাইল ও সেগুনবাগিচা অতিক্রম করে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছে। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরা হয়।

সমাবেশ শেষে প্রতিবাদ লিপি জমা দেওয়ার জন্য একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে রওনা হয়। পদযাত্রার সামনে ও নির্দিষ্ট পথজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল লক্ষণীয়। পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রতিবাদের ভাষা ছিল সুনির্দিষ্ট এবং তীব্র।
 
বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা এবং ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে তথাকথিত ‘তথ্য সন্ত্রাস’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিবাদকারীরা। একইসঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান তারা।
 
একইদিনে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল। এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা।
 
এ ধরনের কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

এই পদযাত্রা এবং লংমার্চ বাংলাদেশের নাগরিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে ভারতীয় নীতির বিরুদ্ধে বিরাজমান অস্থিরতার প্রতিফলন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ